ঢাকা   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫,
Notice: Trying to get property 'prayertimes' of non-object in /home/ba2rt29a1ra2n/public_html/common/header.php on line 29

Notice: Trying to get property 'dateBengali' of non-object in /home/ba2rt29a1ra2n/public_html/common/header.php on line 29
,
Notice: Trying to get property 'prayertimes' of non-object in /home/ba2rt29a1ra2n/public_html/common/header.php on line 29

Notice: Trying to get property 'dateArabic' of non-object in /home/ba2rt29a1ra2n/public_html/common/header.php on line 29

ভারতের সাথে সব চুক্তি বাতিল দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ

ভারতের সাথে সব চুক্তি বাতিল দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ

ভারতের সাথে করা সকল চুক্তি বাতিলসহ দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শুক্রবার (৫ জুলাই) দেশেব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরে যেসব চুক্তি হয়েছে তা দেশের স্বার্থবিরোধী দাবি করে গত ২৭ জুন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অনুষ্ঠিত দলের প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কর্মসূচির ঘোষণা করেন।

বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ  সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য জেলা ও মহানগর শাখা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবারবাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন