ঢাকা   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপজয়ী দলকে দেখতে গিয়ে আহত কয়েকজন; জুতা নেই হাজার মানুষের

বিশ্বকাপজয়ী দলকে দেখতে গিয়ে আহত কয়েকজন; জুতা নেই হাজার মানুষের

বিশ্বকাপজয়ী দলকে দেখতে  বৃহস্পতিবার (৪ জুলাই) মুম্বাইয়ের মেরিন ড্রাইভে একত্রিত হয়েছিলেন লাখো মানুষ। সেখান দিয়েই যায় রোহিত-কোহলিদের বহনকারী বাসটি।

ভারতীয় সংবাদমাধ্যম বরাতে জানা যায়, জড়ো হওয়া এইসব মানুষের মধ্যে আহত হয়েছেন কয়েকজন। এছাড়া জুতা হারিয়েছেন হাজার হাজার মানুষ। এই জুতা এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেরিন ড্রাইভে।

সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, মানুষের ভীরে এক নারী অজ্ঞান হয়ে পড়েন। তাছাড়া অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর উঠেন এবং সেগুলোর ওপর লাফালাফিও করেন।

মেরিন ড্রাইভে একটি খুঁটি পড়ে থাকতে দেখেন সাংবাদিকরা। ধারণা করা হয়, মানুষের চাপে এটি ভেঙে পড়েছে।

বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে দেয়া এই অভ্যর্থনার কারণে দক্ষিণ মুম্বাইয়ে প্রচণ্ড ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। তার কারণ হলো মেরিন ড্রাইভের দিকে যাওয়া সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। যার কারণে অন্যান্য রাস্তায় গাড়ি আটকে যায়।

এবার ১৪ বছর পর কোনো বিশ্বকাপের শিরোপা জয় করেছে ভারত। তাই এই জয় উৎযাপন করছেন দেশটির কোটি কোটি ভক্ত।

আরও পড়ুন