ঢাকা   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫,
Notice: Trying to get property 'prayertimes' of non-object in /home/ba2rt29a1ra2n/public_html/common/header.php on line 29

Notice: Trying to get property 'dateBengali' of non-object in /home/ba2rt29a1ra2n/public_html/common/header.php on line 29
,
Notice: Trying to get property 'prayertimes' of non-object in /home/ba2rt29a1ra2n/public_html/common/header.php on line 29

Notice: Trying to get property 'dateArabic' of non-object in /home/ba2rt29a1ra2n/public_html/common/header.php on line 29

বাস রপ্তানি শুরু করলো ইফাদ অটোস

বাস রপ্তানি শুরু করলো ইফাদ অটোস

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাস রপ্তানি শুরু করেছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অটোমোবাইল প্রতিষ্ঠান ইফাদ অটোস। এ সপ্তাহে রপ্তানি কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রথম চালানে ১১টি এসি বাস ভুটানে রপ্তানি করা হচ্ছে। ইফাদ অটোস নিজস্ব ম্যানুফ্যাকচারিং কারখানায় এসি বাসগুলোর বডি প্রস্তুত করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাস রপ্তানির এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

রপ্তানি কার্যক্রম বিষয়ে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, বাংলাদেশ সব সময় বাস আমদানিই করেছে। ইফাদ অটোস'র হাত ধরে বাংলাদেশ প্রথমবারের মতো রপ্তানি করে ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। সরকারের সহায়তা পেলে আরও অনেক দেশে বাস রপ্তানি করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি।’ ইতোমধ্যেই মালদ্বীপ, নেপাল, মিয়ানমার এবং ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলো থেকে এসি, নন-এসি বাস নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান ইফতেখার আহমেদ টিপু।

ইফাদ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইফাদ অটোস। ১৯৮৫ সাল থেকে অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের এসি, নন-এসি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বাংলাদেশে বাজারজাত করেছে। ২০১৭ সালের শুরুতে অশোক লেল্যান্ড'র কারিগরি সহযোগিতায় ইফাদ অটোস লিমিটেড ঢাকার ধামরাইয়ে গাড়ি ম্যানুফ্যাকচারিং কার্যক্রম শুরু করেছিল। বেসরকারি উদ্যোগে এটিই দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক গাড়ি ম্যানুফ্যাকচারিং কারখানা।

আরও পড়ুন