রাজধানীর পূর্ব রাজাবাজারে মালিকের গাড়িচাপায় দারোয়ানের মৃত্যুর ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী। এখনো পলাতক রয়েছেন আসামি ইঞ্জিনিয়ার মফিদুল।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেটকার বের করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের নিরাপত্তাকর্মী ফজলুল হককে ধাক্কা দেয় গাড়িটি। এতে সেখানেই মারা যান তিনি। প্রাইভেটকারটির চালক ছিলেন বাসার মালিক নিজেই। তিনি সাবেক বিআইডব্লিউটির কর্মকর্তা ছিলেন।
নিহত ফজলুল হক ১৯/এ,১৯/১ পূর্ব রাজাবাজারের বাসাটিতে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান জানান, পূর্ব রাজাবাজারের একটি বাসা থেকে বাসার মালিক গাড়ি বের করছিলেন। এ সময় দারোয়ান ফজলুল হক গ্যারেজের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের দরজায় ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ডিএন